১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

আবারো হারল মুস্তাফিজের মুম্বাই

স্পোর্টস ডেস্ক:

টানা তিন ম্যাচে হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এক ম্যাচ পর আবারো হারের স্বাদ পেল দলটি। গতকাল রাজস্থান রয়্যালর্সের বিপক্ষে হেরেছে মুস্তাফিজুর রহমানের দল।

আগের ম্যাচ বল করতে নেমে উইকেটশূন্য থেকে পঞ্চাশের অধিক রান দিয়েছিলেন মুস্তাফিজ। তার বিবর্ণ বোলিংয়ের দিনেরও বড় পুঁজিতে জয় তুলে নিতে সমস্যা হয়নি মুম্বাইয়ের। গতকাল মুস্তাফিজের কিছুটা ভালো বোলিংয়ের দিনেও মুম্বাই হেরেছে ৩ উইকেটে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ উইকেটে ১৬৭ রান করেছিল মুম্বাই। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

জয়পুরে টস হেরে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাইরে অধিনায়ক রোহিত শর্মা। ব্যাংটিংয়ের শুরুতে খাওয়া ধাক্কা সামলে উঠলেও নিজেদের পুঁজি গত ম্যাচের মতো খুব একটা বড় করতে পারেনি দলটি। মুম্বাইয়ের আগের ম্যাচের দুই নায়ক এভিন লুইস ও অধিনায়ক রোহিত শর্মা সাজঘরে ফেরেছেন রানের খাতা খোলার আগেই। দলীয় ১ রানের মাথায় কুলকারনির বলে বোল্ড হয়ে ফেরেন লুইস। অন্যদিকে ব্যাট করতে নেমে প্রথম বলেই রানআউটে কাটা পড়ে আফসোস নিয়ে ফেরেন রোহিত।

মুম্বাইয়ের হয়ে গতকাল সর্বোচ্চ ৭২ রান করেছেন সুরিয়া কুমার যাদব। ৪৭ বলে ৬ চার ৩ ছক্কায় এ ইনিংসটি খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ করেন ইশান কিষান। আর ২১ রানে অপরাজিত ছিলেন কিরন পোলার্ড। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। বল করতে নেমে পুরো ৪ ওভারই বোলিংয়ের সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার হাত ঘুরিয়ে মুস্তাফিজ ৩৫ রান দিয়ে উইকেট নিয়েছেন ১টি। মুম্বাইয়ের হয়ে জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা ২টি করে উইকেট নিয়েছেন।

১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংষ খেলেছেন সানজু স্যামসন। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ২৭ বলে করেছেন ৪০ রান। এছাড়া শেষ দিকে ১১ বলে ৩৩ রানের ঝড় তুলে রাজস্থানকে জয় এনে দেন কৃষ্ণাপ্পা গৌতম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ১০:১২ পূর্বাহ্ণ