২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৫২

সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন বাংলাদেশি নারী

দৈনিক দেশজনতা ডেস্ক:

ইতালির অপরূপ সৌন্দর্যে ঘেরা সিসিলি দ্বীপের কাতানিয়া পৌরসভার (কন্সুলতা কমুনালের) সেক্রেটারি জেনারেল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সোনিয়া নওয়াব। বিদেশি প্রতিনিধি হিসেবে এই পদে নির্বাচিত হন তিনি। গত ১৭ এপ্রিল কাতানিয়ার মেয়র তাকে শপথ পাঠ করান।

এ সময় কাতানিয়া পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন।

কাতানিয়ার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব গ্রহণের পর সোনিয়া নওয়াব বলেন, ‘আমার এ অর্জন বাংলাদেশিদের জন্য সুনাম বয়ে আনবে। বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই’।

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ৯:১৯ অপরাহ্ণ