২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৫

ভালুকায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২২ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামের বাসিন্দা কাদির মাস্টার (৬৫) ও তার ছেলে জুয়েল খান (২৬)।

ওসি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা নামক এলাকায় ময়মনসিংহগামী একটি কভার্ড ভ্যানকে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এ সময়  ঘটনাস্থলেই প্রাইভেটকার যাত্রী পল্লী চিকিৎসক কাদির মাস্টার (৬৫) নিহত হয়। গুরুতর আহত হয় তার সঙ্গে প্রাইভেটকারে থাকা তিন ছেলে জুয়েল খান, বাছির খান, বিপ্লব খান ও ড্রাইভার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল খান মারা যায়

তিনি আরও জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও কভার্ড ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ২:০৬ অপরাহ্ণ