১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধনমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়ে উদ্বেগ জানিয়ে তাঁকে আবারও রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির দাবি জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম।

আজ রবিবার (২২ এপ্রিল) সকাল  সাড়ে ১১টা থেকে সচিবালয়ে সরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আধাঘণ্টাব্যাপী বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ভীষণ অসুস্থ। তার সঠিক চিকিৎসা হচ্ছে না। এ অবস্থায় আমরা দলের পক্ষ থেকে উদ্বিগ্ন। তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা নিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছি এবং তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির অনুরোধ করেছি।

এদিকে,স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান,তাঁরা এসেছিলেন। তবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা কিছু ব্যবস্থা দরকার জেলকোড অনুযায়ী ব্যবস্থা করবো। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যা যা করা দরকার সব করা হবে।

 দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১:২০ অপরাহ্ণ