৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৯

মোবাইল ফোনে মিথ্যা বললে ধরিয়ে দেবে অ্যাপ

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

মোবাইল ফোনে কথা বলার সময় প্রয়োজনে-অপ্রয়োজনে মিথ্যা বলেন অনেকেই। বেশিরভাগ ক্ষেত্রেই তা ধরতে পারেন না অন্যপ্রান্তে থাকা মানুষটি। এ বিষয় ভেবে নতুন একটি অ্যাপ তৈরি করছেন ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একজন বিজ্ঞানী। তিনি এক গবেষণায় দেখিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারকারী মিথ্যা বলছেন কিনা তা ফোনের সহায়তায় খুঁজে বের করা সম্ভব।

এজন্য একটি মেশিন লার্নিং অ্যালগরিদম তৈরি করেছেন ওই বিজ্ঞানী। এর নাম ‘ভেরিটেপস’। এই অ্যালগরিদম দুটি সংকেতের মাধ্যমে সত্য-মিথ্যার চিহ্ন দেবে। যখন অ্যাপে সবুজ চিহ্ন আসবে তখন বুঝতে হবে ব্যবহারকারী সত্য বলছেন। আবার লাল রঙের প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে মিথ্যা বক্তব্য চিহ্নিত করা যাবে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই অ্যাপ। ইতিবাচক সাড়া পেলে এটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হতে পারে। তবে এই অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন।

অ্যাপটির সঙ্গে জড়িত একজন বিজ্ঞানী জানিয়েছেন, পলিগ্রাফের ওপর ভিত্তি করে সত্য-মিথ্যা চিহ্নিত করা হবে। অবশ্য অ্যাপটির ক্ষমতা সীমাবদ্ধ। যে কারণে উচ্চপর্যায়ের কোনও কাজে এর ব্যবহার ফলপ্রসূ হবে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১১:০৬ পূর্বাহ্ণ