১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

ডি ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল দিল্লি

স্পোর্টস ডেস্ক:

এবিডি ভিলিয়ার্সের ম্যাজিক পাওয়ারে জয় তুলে নিল র‌য়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৩৯ বলে ৯০ রানের দানবীয় ইনিংস খেলে দলকে ৬ উইকেটের অসাধারণ এক জয় উপহার দেন দক্ষিণ আফ্রিকান এ তারকা ব্যাটসম্যান। আইপিএলের ১৯তম ম্যাচে শনিবার ব্যাঙ্গালুরুরের এম চেন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে রিশাব প্যান্ট (৮৫) এবং সুরেশ আয়ারের (৫২) জোড়া ফিফটিতে ১৭৪/৫ রান সংগ্রহ করে দিল্লি ডেয়ারডেভিলস।

টার্গেট তাড়া করতে নেমে ২৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ব্যাঙ্গালুরু। তৃতীয় উইকেটে ভিলিয়ার্সের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। হার্সেল প্যাটেলের বলে ট্রেন বোল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ২৬ বলে ৩০ রান করেন কোহলি। তার বিদায়ের পর একাই লড়াই চালিয়ে যান ভিলিয়ার্স। মন্দীপ সিংহকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এবিডি। ৩৯ বলে ১০ বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেন ভিলিয়ার্স।

শনিবার ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে দিল্লিকে আগে ব্যাটিংয়ে পাঠায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আগে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে দুই ওপেনার গৌতম গম্ভীর ও জেসন রয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দিল্লি। দলের এমন কঠিন পরিস্থিতেতে দায়িত্বশীল ব্যাটিং করেছেন সুরেশ আয়ার ও রিশব প্যান্ট। তৃতীয় উইকেটে তারা ৭৫ রানের জুটি গড়েন। এরপর ফের বিপদে পড়ে যায় দিল্লি। ৩১ বলে ৩ ছয় এবং ৪ বাউন্ডারিতে ৫২ রান করে ফেরেন আয়ার।

চলতি আইপিএলের শুরু থেকে অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েল গত ম্যাচে ৪৭ রান করলেও এদিন ফেরেন মাত্র ৪ রানে। এরপর রাহুল তিওয়াতিকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান প্যান্ট। পঞ্চম উইকেটে ফের ৬৫ রানের জুটি গড়েন ২০ বছরের এ তরুণ। ইনিংস শেষ হওয়ার ২ বল আগে কোরি আন্ডারসনকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শূন্যে ক্যাচ তুলে দেন। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ৭ ছয় এবং ৬টি বাউন্ডারিতে ৮৫ রান করেন ভারতীয় এ যুবা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১০:১১ পূর্বাহ্ণ