১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন ঘটনাস্থলে নিহত ও ২০ জন আহত হয়েছেন। উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় রোববার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরমুখী বিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪৬) ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ( ঢাকা মেট্রো-ট-১৫-০০২৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ ঘটনাস্থলে চারজন নিহত হন। সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে ১৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ