নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে আরও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার বিকেল ৪টা থেকে পরবর্তী ১০-১২ ঘণ্টার মধ্যে আরও কালবৈশাখী হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে বিজলী চমকানোসহ শিলাবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
শনিবার সকালে ঢাকায় সকালে ও দুপুরে দুই দফা বৃষ্টি হয়েছে। এ সময় ছিল ঝোড়ো হাওয়া।
দৈনিক দেশজনতা/এন এইচ