নড়াইল প্রতিনিধি:
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া থানার পার-মল্লিকপুর গ্রামে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে খায়ের মৃধা (৪০) নামের একজন নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের সংঘর্ষে আরও ৬জন আহত হন।
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে ২০ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার সকালে জেলার লোহাগড়া থানার পারমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকালে জলিল মৃধার লোকজন দলবদ্ধভাবে মল্লিকপুর গ্রামের মোড়ে পৌছালে সালাম ঠাকুরের লোকেরা অতর্কিত হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মারাত্মক আহত খায়ের মৃধাকে ফরিদুপর মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যান।
এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে ২০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ