অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় জোয়ানেসবার্গে চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুর হোসেন অ্যাপোলো । তার বয়স ৩৬ বছর। নিহতের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে।
জানা যায়, গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত একটায় জোয়ানেসবার্গেও সোয়েটা এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডেও এছাক মেন্তী বাড়ির হাবিব উল্যাহ চৌধুরীর ছেলে নুর হোসেন অ্যাপোলোকে তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে বাসায় ঢুকে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে সাথে সাথে অ্যাপোলো লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাত ভাই মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, নুর হোসেন ১০ বছর যাবত দক্ষিণ আফ্রিকার জোয়ানেসবার্গে সোয়েটা ব্যবসায় করে আসছিল। শুক্রবার স্থানীয় সময় রাত একটায় চাঁদা না পেয়ে তার বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যা করে।
নিহতের লাশ হাসপাতালের মর্গে আছে। বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

