১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

রূপগঞ্জে ৯০ হাজার ৫শ ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদের আটক কর হয়। আটক তিনজন হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার নুরুল আমিনের ছেলে কাউসার, ঢাকা জেলার চকবাজার এলাকার মনদুর আলমের ছেলে মনোয়ার বিন আলম আবরার ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার অনদ্রা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জুয়েল রানা।

র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রমিজ উদ্দিন জানান, আটক মাদক বিক্রেতারা কাঞ্চন এলাকা দিয়ে ইয়াবা ঢাকায় নিচ্ছিলেন। গোপন খবরের  ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ হাজার ৫শ  ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। পরে আটক তিনজনকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১২:০৯ অপরাহ্ণ