নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি এলাকায় ট্রাক চাপায় এক নার্স নিহত হয়েছেন। তার নাম মাসুদা (৩৫)। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, মাসুদা রাজধানীর এসপিআরসি হাসপালের নার্স। তার বাসা শাহবাগ এলাকায়। তার স্বামীর নাম জামাল উদ্দিন জাকির। রাত ১১টার দিকে মাসুদা ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে এক স্বজনকে দেখতে যান। সেখান থেকে রিকশাযোগে ফেরার সময় ধানমন্ডির শেখ জামাল মাঠের পাশের সড়কে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তার রিকশাটিকে ধাক্কা দেয়। মাসুদা ছিটকে ট্রাকের নিচে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক ফেলে রেখে চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

