১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

মেসিকে আঘাত করলে আমি আর্জেন্টিনায় ফিরে যেতে পারব না-মার্কাদো

স্পোর্টস ডেস্ক:

আগামীকাল শনিবার কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-সেভিয়া। শিরোপার লড়াইয়ে লিওনেল মেসিকে সামলানোর ভার পড়েছে স্বদেশী গ্যাব্রিয়েল মার্কাদোর ওপর। নিশ্চয়ই গোলমেশিনকে আটকাতে সচেষ্ট থাকবেন তিনি। দরকারে চড়াও হবেন, গায়ের জোরে বল কেড়ে নেবেন।

ঘনিয়ে আসছে রাশিয়া বিশ্বকাপের ক্ষণ। ৩২ বছর পর মেসিকে ঘিরে ফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। আশায় বুক বাঁধছেন লাখো আর্জেন্টাইন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে থামাতে গিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়! সামান্য আঘাতে যদি ইনজুরিতে পড়ে যান আর্জন্টিনার প্রাণভ্রমরা!

তেমনটি হলে নিস্তার পাওয়ার কথা নয় মার্কাদোর। তিনি মানছেন, যদি আমি মেসিকে আঘাত করি, তাহলে আমি দেশে ফিরতে পারব না।

তিনি বলেন, ফাউল করে আপনি মেসিকে থামাতে পারবেন না। তাকে ফেলে দেবেন, তাৎক্ষণিক উঠে বল নিয়ে দৌড় দেবে, ফুটবল কব্জায় নিতে চাইবে। সে শুধু প্রতিপক্ষকে চাপে রাখতে চায়, গোল পেতে চায়।

জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন মেসি-মার্কাদো। গোল করেন ছোট ম্যাজিসিয়ান। আর নিজে পালন করেন রক্ষণভাগে অতন্দ্র প্রহরীর ভূমিকা। সতীর্থ সম্পর্কে তার প্রশংসাপত্র, সে বিশ্বের সেরা খেলোয়াড়। এতে কোনো সন্দেহ নেই। মাঠে তার প্রভাব থাকে সবসময়। ও যেমন গোল করে, তেমনি সতীর্থদের করায়। সে যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি।

তবে জয়ের আশা ছাড়ছেন না মার্কাদো। আমরা ডিফেন্স নিয়ে প্রচুর কাজ করছি। আমাদের সেরাটাই খেলতে হবে। শিরোপা জয়ের স্বপ্ন দেখছি। আমাদের কাছ থেকে কেউ তা সহজে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ