১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

বিশ্বকাপ শেষ আগুয়েরোর

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ হয়ে এল সার্জিও আগুয়েরোর হাঁটুর ইনজুরি। আসন্ন বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তিনি! তেমনই সংশয় প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ফিজিও হোমেরো ডি আগস্টিনো।

আগস্টিনো বললেন, বিশ্বকাপ আসতে দুই মাসও সময় নেই। আমার মনে হয় না, এই সময়ের মধ্যে শতভাগ ফিট হয়ে সে আর্জেন্টিনা দলে যোগ দিতে পারবে। ইনজুরিটা বেশ বড়। সেরে উঠতে সময় লাগবে। জানি, সুস্থ হতে ও কঠোর পরিশ্রম করে যাবে। তবে মনে হয় না, বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারবে।

রেডিও টেনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগুয়েরোর সুস্থ হতে কমপক্ষে পাঁচ সপ্তাহ লাগবে। তার সুস্থ হওয়ার প্রক্রিয়াটা খুব ধীরগতির। আমাদের প্রত্যাশাকে তা ছাড়িয়ে গেছে। অস্ত্রোপাচার ছাড়া তার ব্যথাটা সারিয়ে তোলার খুব চেষ্টা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে।

আগামী ১৪ জুন রাশিয়ায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসরে। এবার ‘ডি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও আফ্রিকান ঈগল নাইজেরিয়া। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযাত্রা শুরু করবে দুবারের চ্যাম্পিয়নরা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ৮:৫৭ অপরাহ্ণ