১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ রিপা আক্তার নামে এক তরুণীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তরুণী জানিয়েছেন, দ্রুততম সময়ে বিত্তশালী হওয়ার নেশায় সে ইয়াবা ব্যবসায় জড়ায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নানা কৌশলে ইয়াবা বহন করতেন।

র‌্যাব-২ এর সহকারি পরিচালক এএসপি শাহিনুর ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কুরিয়ার সার্ভিসে আসা ইয়াবার চালান নিয়ে এক নারী মিরপুর-১০ নম্বরে অবস্থান করছেন। এরপর র‌্যাবের একটি দল সেখানে উপস্থিত হলে রিপা আক্তার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে গ্রেফতার এবং তার সঙ্গে থাকা ইয়াবা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, রিপা পানির ফিল্টার, হরলিপের বোতল, গুড়ো দুধের প্যাকেট, সাবানের প্যাকেট, ভেজা টিস্যুর বক্স বা চকলেটের বোতলে করে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করতেন। এরপর সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের সরবরাহ করেন। তার কাছ থেকে ইয়াবার চালান ছাড়াও পানির ফিল্টার, হরলিপের প্যাকেট, পিডিয়াসিউর প্যাকেট, সিলন টি’র প্যাকেট, গ্লুকোজ পাউডারের প্যাকেট, ভিম লিকুইড, আইস কুল পাউডার, তিনটি এসিআই অ্যারোসল, লাক্স সাবান ও ডেটল হ্যান্ডওয়াস জব্দ করা হয়েছে। এগুলোর মাধ্যমে তিনি ইয়াবা পরিবহন করে আসছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ