১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

ক্ষমতা দখলের প্র‌ক্রিয়া থাকবে সুষ্ঠু নির্বাচনের না :আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক:

সরকার এমন কাজ কর‌ছে দে‌শে ক্ষমতা দখলের প্র‌ক্রিয়া থাকবে কিন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য কোন স্পেস থাকবে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

তি‌নি ব‌লেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে জায়গাটুকু ছি‌লো সরকার তা  কমিয়ে এনেছে এবং কমিয়ে আনতে আনতে এমন জায়গায় নিয়ে গিয়েছে যাতে নির্বাচন বলতে বাংলাদেশের কিছু না থাকে।

শুক্রবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটি।

গণতন্ত্রের যে জায়গা সংকীর্ণ করা হয়েছে জনগণ তা ফিরিয়ে আনবে দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের কর্মকান্ডে তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে জনগণ। নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে চিন্তা না করে জনগণকে নিয়ে চিন্তা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য ধোঁকা ছাড়া কিছুই নয় উল্লেখ করে, এই বিএনপি নেতা বলেন এ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ নেই।

বেগম খালেদা জিয়াকে জেলে রাখার পিছনে তাদের চিন্তু হলো সুষ্ঠু নির্বাচনের  জায়গাগুলো একেবারেই সংকুচিত করে ফেলছে এবং বাকি যে জায়গাগুলো আছে সেগুলো সংকুচিত করছে যাতে  দেশের জনগণ ভোট দিতে না যেতে পারে এবং বাংলাদেশের জনগণকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতা দখলের যে নীলনকশা সেটাই করছে সরকার।

বিএনপি এই নেতা বলেন, বিএনপির অবস্থান নিয়ে সরকারের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা তাদেরকে অনুরোধ করবো বাংলাদেশের জনগণের অবস্থানটা বুঝে নেন যারা বাংলাদেশের মালিক যারা বাংলাদেশের সার্বভৌমত্ব তাদেরকে নিয়ে কিভাবে নির্বাচন করবেন সেই চিন্তা করেন, বিএনপিকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই।

এসময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন বিএনপি যে কথাগুলো বলছে তা জনগণের কথাই বলছে বিএনপি শব্দটা আপনাদের ভাল না লাগলে মন থেকে ফেলে দেন। বিএনপি শব্দটা জনগণের মনে থাকলেই হবে আপনাদের মনে থাকার প্রয়োজন নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া জেলে। হায়াত-মউতের মালিক আল্লাহ তাআলা। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ক্ষমতা যখন মাথায় যায় কথাবার্তার ভারসাম্য থাকে না এবং তখনই তাদের সবচেয়ে বড় বিপদ হয়।

আয়োজক কমিটির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারহানা জাহান নিপার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, জনিাফ সভাপতি আনোয়ার হোসেন মো: লায়ন মিয়া সহ প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ৬:১৫ অপরাহ্ণ