১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

মানিকগঞ্জে আসামী ধরতে গিয়ে লাশ হলেন পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ পৌর এলাকায় আসামি ধরার জন্য কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া পুলিশ কনস্টেবলের লাশ পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্যের নাম শাহীনুর রহমান। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলায়।

সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, শুক্রবার(২০এপ্রিল)বেলা দেড়টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল। তবে কিভাবে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে চিকিৎসক কিছু বলতে পারেননি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিকেলে আসামী ধরে থানায় নিয়ে আসছিল ওই পুলিশ সদস্য। আঃ সালাম নামের ধৃত ওই আসামী পুলিশের নিকট থেকে ছুটে গিয়ে জয়নগর এলাকায় কালিগঙ্গা নদীতে ঝাঁপ দেয়। তাকে ধরতে শাহীনুর নদীদে ঝাঁপিয়ে পড়ে। আসামী নদী থেকে উঠে পলিয়ে গেলেও তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ৬:১৮ অপরাহ্ণ