নিজস্ব প্রতিবেদক:
তিন মাসে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৮টি যাত্রীবাহী ট্রেনে ৯৫ হাজার ৬৪৩ যাত্রীকে ভাড়াসহ জরিমানা করা হয়েছে। এসব যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা হিসেবে ১ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৬২১ টাকা আদায় করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য জানান।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ১৮টি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন দেশের পশ্চিম-উত্তর-দক্ষিণাঞ্চলে চলাচল করে। চলতি বছরে জানুয়ারি-মার্চ মাসে ১৮টি আন্তঃনগর ট্রেনে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক অসীম কুমার তালুকদারের নেতৃত্বে পশ্চিমাঞ্চল রেলওয়েতে রাজস্ব বাড়াতে পাকশী বিভাগীয় দফতরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী এ অভিযান পরিচালনা করে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, সপ্তাহের দুদিন অফিসার কর্তৃক ও বাকি দিনগুলোতে দায়িত্বরত রেলওয়ে কর্মচারীরা এ অভিযান পরিচালনা করেন। এ ধরনের অভিযানের কারণে বিনা টিকেটে রেলভ্রমণ কমছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দৈনিক দেশজনতা/এন এইচ