১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

কক্সবাজারের টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ খোনকার পাড়ার ধানক্ষেত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ অভিযান পরিচালনা করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বডুয়ার নেতৃত্বে থানা পুলিশের এস আই মনজুরুল হক ও এস আই জাহিদুল হকসহ একদল পুলিশ সদস্য।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বডুয়া জানান, মিয়ানমার থেকে ইয়াবা একটি বড় চালান এনে অন্যত্রে পাচার করা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে টেকনাফের দক্ষিণ খোনকার পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধানক্ষেতে ছয়টি বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ওই বস্তাগুলোর ভেতরে সাড়ে ৫ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।

ওসি আরও জানান, এর আগে চলতি মাসে আরও সাড়ে ৫ লাখ পিস ইয়াবা বড়িসহ পাচঁ পাচারকারীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ইয়াবা পাচার ঠেকাতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৮ ৮:২৭ অপরাহ্ণ