১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

সেরা দশে মাশরাফি-সাকিব

স্পোর্টস ডেস্ক

অপেক্ষার পালা শেষ। আর একদিন পর বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসরের। তবে তার আগেই শুরু হয়ে গেছে আসরে বোলিংয়ে আলো ছড়াবেন কারা? এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইট সম্ভাব্য ১০ জনের তালিকা করেছে। তালিকার সেরা দশজনের মধ্যে মাশরাফির অবস্থান দশে। আর ৭ নম্বরে সাকিব আল হাসান। তবে জায়গা হয়নি বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজের।সেরা দশে মাশরাফিকে রাখার পেছনে ওয়েবসাইটির যুক্তি, ‘বাংলাদেশ অধিনায়ক নতুন বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। এছাড়া প্রাণহীন উইকেটেও বাউন্স আদায় আর টপ অর্ডারের উইকেট নেওয়ার সামর্থ্যও আছে।’

সাত নম্বরে থাকা সাকিবকে বাংলাদেশের হৃদয় উল্লেখ করে তারা লিখেছে, ‘সম্ভাবত সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হিসেবে খেলবেন। আর সাকিব ভালো করলে পুরো দল ভালো করে।’সাকিব-মাশরাফি থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটি সেরা দশে রাখেননি মোস্তাফিজকে। ক্যারিয়ারের শুরু থেকে বল হাতে যাদু দেখানো মোস্তাফিজ, ইনজুরি থেকে ফিরে আছেন কিছুটা ছন্দহীন অবস্থায়।  এদিকে ইংলিশ কন্ডিশনেও ওয়েবসাইটটির ১ নম্বর পছন্দের বোলার দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহির। এরপর রয়েছেন মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, কাগিসো রাবাদা, জস হ্যাজেলউড, ক্রিস ওকস, মিচেল স্যান্টনার ও আদিল রশিদ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ