লাইফ স্টাইল ডেস্ক:
নানা কারণে ত্বকে ব্রণ দেখা দিতে পারে। বাইরের ধুলাবালি, গরমে ঘামার কারণে এই সমস্যা বেশি দেখা দেয়। গ্রীষ্মকালীন ছুটিতে কোথাও যাওয়ার পরিকল্পনা করলেন। হঠাৎ মুখের একপাশে ছোট্ট একটা ব্রণ আবিষ্কার করলেন। আরো বাড়তে পারে এই আশঙ্কায় মনটাই খারাপ হয়ে গেল। কী করবেন বুঝতে পারছেন না? দুশ্চিন্তা না করে কিছু টিপস অনুসরণ করুন।
১. ব্রণ হাত দেবেন না: ব্রণের উপর কখনোই হাত লাগাবেন না। হাতের স্পর্শ পেলে ব্রণ আরো বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
২. গলানোর চেষ্টা করবেন না: ব্রণের উপর কখনোই কোনোকিছু দিয়ে খোচা দিবেন না। চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নিজে কোনো ট্রিটমেন্ট করবেন না। ব্রণের উপর কোনো কিছু দিয়ে খোচা দিলে ত্বকের উপর দীর্ঘস্থায়ীভাবে বসে যায়।
৩. রাতে টুথপেস্ট এবং দিনে লিসটারিন লাগানো: দিনের বেলা ব্রণের উপর লিসটারিন লাগাতে পারেন। আর রাতে টুথপেস্ট লাগিয়ে রাখতে পারেন। টুথপেস্টের মতো লিসটারিনেও অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদান রয়েছে। সাধারণত ব্যাকটেরিয়ার কারণেই ব্রণের সৃষ্টি হয়। সারারাত ব্রণের উপর টুথপেস্ট লাগিয়ে রাখার পর সকালে মুখ ধোয়ার পরেই অবিশ্বাস্য পরিবর্তন দেখবেন।
৪. তাজা অ্যালোভেরা জেল ব্যবহার: অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নেবেন। এরপর জেলটি ব্রণের উপর লাগিয়ে রাখুন। এটি ব্যাকটেরিয়া এবং ত্বকের প্রদাহ প্রতিরোধে কাজ করে। এমনকি ত্বকের লালচে ভাব কমিয়ে দেয়। ব্রণ সমস্যায় প্রাকৃতিক এই টিপসগুলো মেনে চলতে পারেন।
দৈনিকদেশজনতা/ আই সি