২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৭

বিআরটিএ থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে পাঠাও-উবারকে

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১ মাসের মধ্যে পাঠাও-উবারসহ সব রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও মোটরযান মালিক ‘এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ না সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে বিআরটিএ’র পরিচালক (ইঞ্জি.) মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ে যদি কোনো প্রতিষ্ঠান বা মোটরযান মালিক সার্টিফিকেট না গ্রহণ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যেভাবে অনলাইনে সার্টিফিকেটের আবেদন করবেন

রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্টের জন্য আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন এবং রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্টের আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালার গেজেট জারি করা হয় এবং ১৫ জানুয়ারি রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই নীতিমালায় ৮টি অনুচ্ছেদ এবং ১১টি শর্ত যুক্ত করা হয়েছে। শর্তগুলো হলো-

১. কোম্পানিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে তালিকাভুক্তির সনদ নিতে হবে।

২. অ্যাপসের মালিককে টিআইএনধারী হতে হবে এবং নিয়মিত ভ্যাট পরিশোধ করতে হবে। আর কোম্পানি হলে জয়েন্ট স্টক থেকে কোম্পানির রেজিস্ট্রেশন নিতে হবে।

৩. নিজস্ব অফিস থাকতে হবে।

৪. ঢাকায় সেবা দেয়ার জন্য কমপক্ষে ১০০টি, চট্টগ্রামে ৫০টি এবং অন্য জেলা শহরে ২০টি গাড়ি থাকতে হবে।

৫. গাড়িগুলোর বিআরটিএ থেকে ট্যাক্স পরিশোধ ও রুট পারমিট আপডেট থাকতে হবে।

৬. মালিক ও চালকের মধ্যে একটি সমঝোতা চুক্তি থাকতে হবে।

৭. স্ট্যান্ড ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না।

৮. বিআরটিএর ওয়েবসাইটে এই সেবাদানকারী প্রতিষ্ঠান, মালিক ও চালকের বিষয়ে বিস্তারিত তথ্য থাকতে হবে।

৯. তালিকাভুক্তির জন্য আবেদনের সঙ্গে ১ লাখ টাকাসহ অন্যান্য ফি জমা দিতে হবে। তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। পরে এটি নবায়ন করতে হবে। নবায়ন ফি হবে ১০ হাজার টাকা।

১০. মালিক ও চালকের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ করা যাবে।

১১. শৃঙ্খলাভঙ্গের দায়ে তালিকাভুক্তির সনদ বাতিলসহ প্রচলিত আইনে মামলা করা যাবে।

এই শর্তগুলো মোটরসাইকেল ও মোটরযান উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৮ ১:২১ অপরাহ্ণ