আন্তর্জাতিক ডেস্ক:
পাওনা টাকা চাওয়ায় মালয়েশিয়ায় এক প্রবাসী ইন্দোনেশীয় সন্ত্রাসীর হাতে বাংলাদেশি যুবক খুন হয়েছে। নিহত ওই বাংলাদেশি যুবকের নাম মো. নুরুল ইসলাম (৩১)। সে লক্ষ্মীপুর জেলার নুরুল্লাপুর আবিরপাড়ার বাসিন্দা।
নুরুল ইসলাম কুয়ালালামপুরের কাছে কাজাং দুয়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কাছে তার ভগ্নীপতির দোকানে কাজ করতেন। প্রবাসীরা জানান, ইন্দোনেশিয়ার শ্রমিকরা নুরুলের দোকান থেকে বাকিতে মালামাল কিনতেন। রোববার বিকেলে বাকি টাকা চাওয়ার জের ধরে এক ইন্দোনেশীয় নাগরিক নুরুল ইসলামকে চাপাতি দিয়ে কোপ দেয়। আহত নুরুল ইসলামকে কুয়ালালামপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে সেলায়াং হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করলে নির্মাণ প্রকল্পের সুপারভাইজারকে করা হয়েছে। তবে ইন্দোনেশিয়ার নাগরিককে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকারীকে আটক ও বিচারের আওতায় আনতে বাংলাদেশ হাইকমিশনের তৎপরতা দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা।
দৈনিকদেশজনতা/ আই সি