২২শে জানুয়ারি, ২০২৬ ইং | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:০০

নাটোরে যুবদল নেতার পোষ্টার পুড়িয়ে দিল ছাত্রলীগ

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ( হাবিব মাষ্টার) এর ছবি সহ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই তৈরিকৃত পোষ্টার পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বুধবার দুপুরে ৫নং চামারী ইউনিয়নের মহিষমারি গ্রামে যুবদলের কয়েকজন কর্মী পোষ্টার লাগানোর সময় তাদের কাছ থেকে জোরপূর্বক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল দুলালসহ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী প্রায় দুইশত পোষ্টার ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে এবং ঐ ইউনিয়নে বিএনপির কোন পোষ্টার লাগাতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে আমার ছবিসহ পোষ্টার করেছিলাম তা আজ পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ।
ছাত্রলীগের এই কর্মকান্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা যুবদল।

এ বিষয়ে জানার জন্য ছাত্রলীগ নেতা দুলালের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ১০:১৩ অপরাহ্ণ