১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

জাবিতে ভিসি বিরোধী শিক্ষকদের ৭ দিনের নতুন কর্মসূচি

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামীলীগপন্থী শিক্ষকদের দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছেন ভিসি বিরোধী গ্রুপের শিক্ষকরা। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নতুন এবং পুরাতন প্রশাসনিক ভবনের সামনে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধে ক্লাস-পরীক্ষা চললেও বন্ধ ছিল প্রশাসনিক কার্যক্রম।

এদিকে বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে আবারো ৭ দিনের নতুন কর্মসূচি দিয়েছেন তারা।

সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবিরের অনুসারী শিক্ষক সংগঠনের মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানান, প্রক্টরিয়াল বডির অপসারণ, তাদের গ্রুপের শিক্ষকদের উপর ‘হামলাকারী’ শিক্ষকদের শাস্তি এবং হাতাহাতির ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবিতে বৃহস্পতি, রবি এবং সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারি এবং সাংবাদিক সংগঠনের সাথে গণসংযোগ কর্মসূচি চালানো হবে। এরপর মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন কর্মসূচি এবং বৃহস্পতিবার, ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধের পর ঐ দিন আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, প্রথম মেয়াদের দায়িত্ব শেষ করার পর অধ্যাপক ড. ফারজানা ইসলামের দ্বিতীয় মেয়াদে পুনঃনিয়োগ পাওয়াকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে জাবির শিক্ষক রাজনীতি। দায়িত্ব গ্রহণের পর থেকেই ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন-কর্মসূচি চালিয়ে আসছিলেন শরীফ এনামুল কবিরপন্থী শিক্ষকরা। তারই ধারাবাহিকতায় প্রশাসনিক রদবদলকে কেন্দ্র মঙ্গলবার অবরোধ কর্মসূচির পালন করেন ভিসি বিরোধী শিক্ষকরা। অবরোধের উদ্দেশ্যে কবিরপন্থী শিক্ষকদের ভোর ৫টার সময় পরিবহন ডিপোতে তালা লাগানোকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন গ্রুপ দুটির শিক্ষকরা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৯:১০ অপরাহ্ণ