২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮
Bangladesh’s Shakib Al Hasan, second left, celebrates with teammates the dismissal of Zimbabwe’s Craig Ervine during their first one day international cricket match in Dhaka, Bangladesh, Saturday, Nov. 7, 2015. (AP Photo/A.M. Ahad)

বিসিবির চুক্তি থেকে বাদ পড়লেন ৬ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: 

গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের মধ্য থেকে ৬ জনকে বাদ দেয়া হয়েছে। বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান। এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমান বাদ পড়েছেন।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মুমিনুল।
এ ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি।  অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৮:২০ অপরাহ্ণ