২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩২

নাবালিকা গণধর্ষণের ঘটনা বর্বরোচিত ও জঘন্যতম : ভারতের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই ঘটনাকে বর্বরোচিত ও জঘন্যতম বলেও আখ্যায়িত করেছেন তিনি। ভারতের স্বাধীনতার ৭০ বছরের ইতিহাসে কাঠুয়ার মতো ধর্ষণের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

বুধবার জম্মু-কাশ্মীরের কাটরা’য় শ্রী মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের ষষ্টতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন কোবিন্দ। এই ধরনের ঘটনা ঠেকাতে সমাজকে আরও দায়িত্ববান হওয়ারও পরামর্শ দেন তিনি।

রাষ্ট্রপতি জানান ‘স্বাধীনতার ৭০ বছর পরেও দেশের কোন প্রান্তে এই ধরনের ঘটনা সত্যিই লজ্জাজনক। আমাদের ভাবতে হবে যে আমরা কোন ধরনের সমাজ গড়ে তুলছি। দেশের কোন প্রান্তেই তরুণী বা নারীদের ওপর এই ধরনের ঘটনা যেন আর কখনও না ঘটে-তা নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। তরুণী বা নারীদের ওপর এই ঘটনা অত্যন্ত জঘন্য ও বর্বরোচিত কাজ। আমি আশা করবো যে শিশু সন্তানদের সুরক্ষিত রাখতে আমরা সকলেই আমাদের যথাযথ দায়িত্ব পালন করবো’।
রাষ্ট্রপতির পাশাপাশি এদিনের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি সহ বিশিষ্টরা।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামের নিজের বাসা থেকে নিখোঁজ হয়ে যায় ৮ বছরের ওই নাবালিকা। এর এক সপ্তাহ পর একটি জঙ্গলের মধ্যে থেকে ওই তরুণীর লাশ মেলে। এরপর রাজ্য পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা চার্জশিটেও উল্লেখ করা হয় যে নাবালিকাকে খুনের আগে তাকে ধর্ষণ করা হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৮:২২ অপরাহ্ণ