১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

বাসের ধাক্কায় নিহত বাবা-মেয়ে

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ও তার চার বছরের মেয়ে নিহত হয়েছে। নিহতের নাম আনিসুজ্জামান (৪০)। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হন। আজ বুধবার সকাল নয়টার দিকে কাঁঠালতলা এলাকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে আরোহীরা ছিটকে রাস্তার ওপর পড়ে যান। ঘটনাস্থলেই নিহত হন আনিসুজ্জামান।

আহত হন তার স্ত্রী রোজিনা আখতার (২৮) ও মেয়ে রামিশা (৪)। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর রামিশার মৃত্যু হয়। আহত রোজিনা আখতারের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, বাসটিকে আটক করা যায়নি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৭:৪২ অপরাহ্ণ