১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৪৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি: :

যথাযোগ্য মর্যাদায় ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৮ এপ্রিল বুধবার দুপুরে ভোলা শহরের আলীনগর ইউনিয়নের মোস্তফা কামাল নগর (মৌটুপী) ওয়ার্ডে অবস্থিত মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের হলরুমে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের পরিবারবর্গ এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম। মোস্তফা কামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীরশ্রেষ্ঠ’র ছোট ভাই মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা, বিটিভি’র ভোলা প্রতিনিধি এবং ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ তাহের, আলীানগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির কামাল প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও মোঃ সেলিম জমাদার এবং ফরিদ উদ্দিন জমাদার, ফারুক তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় প্রাইমারী ও স্কুল এন্ড কলেজের কয়েকশত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইপো মোঃ সেলিম।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাওলানা মোঃ আব্দুল লতিফ দোয়া মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ১৮ এপ্রিল ১৯৭১ সালে কুমিল্লার আখাউড়ার দরুইন গ্রামে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরের সাথে লড়াই করে শাহাদাত বরন করেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৭:৩৩ অপরাহ্ণ