১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

লালপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৪৭ বাড়ি

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের একটি গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করায় আলোয় আলোকিত হলে ৪৭ বাড়ী।

বুধবার (১৮ এপ্রিল) সকালে সরদারপাড়া গ্রামে দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

এসময় বিষেশ অতিথির বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যাবস্থাপনা পরিচালক শ্রী নিতাই কুমার সরকার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহাম্মেদ প্রমুখ ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৭:২৪ অপরাহ্ণ