১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

বেনাপোলে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ৩৪

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শিশুসহ ৩৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্য। বুধবার সকাল ১১টায় বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এসময় বিজিবি সদস্যরা দালাল চক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বেশকিছু লোক সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সীমান্তের পুটখালী ও দৌলতপুরে অভিযান চালায়। অভিযান চলাকালে শিশুসহ ৩৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। আটকদের মধ্যে এক শিশু, ১৫জন নারী ও ১৮ জন পুরুষ রয়েছেন। এদের সকলের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

২১’ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম আটকের সতত্যা নিশ্চিত করে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৩:০১ অপরাহ্ণ