স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ডিসেম্বরে বার্সেলোনার মাঠেও দুদলের লড়াইয়ের ফল ছিল একই। তিন দিন আগে স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নেওয়া বার্সেলোনা এই নিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত রইলো। শেষ পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে তাদের।
দলে ছিলেন না মাঝমাঠের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসেকেতস ও ইভান রাকিতিচ। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসকেও বেঞ্চে রেখে একাদশ সাজান ভালভেরদে। ৩৬তম মিনিটে চমৎকার গোলে দলকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। ডান দিক থেকে পাকো আলকাসেরের বাড়ানো বল প্রথম ছোঁয়ায় কোনাকুনি উঁচু শটে প্রথম লা লিগা গোলটি করেন গত অগাস্টে কাম্প নউয়ে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ড।
৪৫তম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরে শুরু থেকে আক্রমণাত্মক খেলা সেল্তা। দ্বিতীয়ার্ধের খানিক পরেই একসঙ্গে দুটি পরিবর্তন করেন ভালভেরদে; ফিলিপে কৌতিনিয়ো ও আন্দ্রে গোমেসকে তুলে লিওনেল মেসি ও সের্হিও রবের্তোকে নামান। তাতে চিত্রপটেও আসে দ্রুত পরিবর্তন। এই অর্ধের শুরু থেকে একচেটিয়া আক্রমণ করে যাওয়া সেল্তা হঠাৎ করেই কোণঠাসা হয়ে পড়ে। এরই মাঝে ৬৪তম মিনিটে নেলসন সেমেদোর পাস গোলমুখে পেয়ে দলকে ফের এগিয়ে দেন পাকো আলকাসের।
৭১তম মিনিটে বড় ধাক্কাটি খায় বার্সেলোনা। পাল্টা আক্রমণে বল পায়ে একা ডি-বক্সে ঢুকতে যাওয়া ইয়াগো আসপাসকে পিছন থেকে টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেন সের্হিও রবের্তো। প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগে আক্রমণ বাড়ানো সেল্তা ৮২তম মিনিটে ফের সমতায় ফেরে। বাঁ-দিক থেকে এমরে মোরের ক্রস টের স্টেগেন ঝাঁপিয়ে ঠেকালেও ছুটে আসা আসপাসের গায়ে লেগে ভিতরে ঢুকে যায়। ৩৩ ম্যাচে ২৫ জয় ও আট ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৮৩। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৭।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

