১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে মাহাথিরের প্রার্থিতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশটির আসন্ন সংসদ নির্বাচনে রিসোর্ট দ্বীপ লাংগকাই এলাকা থেকে নির্বাচন করবেন। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোট পাকাতান হারাপান মাহাথিরের প্রার্থিতা ঘোষণা করে। খবর সিনহুয়ার।

৯২ বছরের মাহাথির মালয়েশিয়ায় ২১ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর মাহাথির বিরোধী জোটের সঙ্গে জড়িত হন। রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার অনেক বছর পর আবার নির্বাচন করতে যাচ্ছেন তিনি। রাজনীতিতে যোগদানের আগে মাহাথির প্রথম জীবনে লাংগকাই দ্বীপে একজন মেডিকেল কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দ্বীপটিকে তিনি দেশের প্রধান পর্যটন দ্বীপ হিসেবে গড়ে তোলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ