১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

ঝিনাইদহে ক্লিনিকে স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী কমিউনিটি ক্লিনিকে এক নারীর শ্লীলতাহানি করা হয়েছে। নজরুল ইসলাম নামে এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার কাছে লিখিত অভিযোগ করেন এক নারী।
স্থানীয় ইউপি সদস্য আলীমুদ্দীন ও গোলাম রসুল ঘটনার সত্যতা স্বীকার বলেন, বেজিমারা গ্রামের আশরাফুলের স্ত্রীকে ফুসলিয়ে চান্দুয়ালী কমিউনিটি ক্লিনিকে নিয়ে যায় নজরুল ইসলাম এবং তাকে শ্লীলতাহানি ঘটায়।
অভিযুক্ত নজরুল ইসলামের স্ত্রী আসমাউল হুসনা চান্দুয়ালী কমিউনিটি ক্লিনিকে হেলথ প্রোভাইডার হিসেবে কর্মরত। সেই হিসেবে নজরুল ইসলাম স্বাস্থ্য সহকারী হলেও ফিল্ডে না গিয়ে স্ত্রীর পক্ষে চিকিৎসা সেবা দেন।এলাকার একাধিক নারীর অভিযোগ, নজরুল ইসলাম চিকিৎসা নিতে আসা মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে অনেক নারী ক্ষোভে চিকিৎসা নিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

অভিযুক্ত নজরুল জানান, অভিযোকারী ওই নারীকে আমি বউমা বলে ডাকি। হঠাৎ বউমার ছেলেটি পড়ে মাথা কেটে যায়। এই কারণে ছেলেকে কমিউনিটি ক্লিনিকে এনে চিকিৎসা দিয়েছি। এটাই আমার অপরাধ। এখানে স্থানীয় ইউপি সদস্য আলীমুদ্দিন দীর্ঘদিন ধরে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে ব্যর্থ হওয়ায় এ মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা জানান, আমি এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেনকে দায়িত্ব দিয়েছি। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, আমারও প্রশ্ন নজরুল তো স্বাস্থ্য সহকারী, তাকে তো চান্দুয়ালী কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনের কথা না। তিনি তো ফিল্ডে থাকবেন। ঘটনার দিন তিনি কেন সেখানে থাকলেন?

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ৯:২৬ অপরাহ্ণ