১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

জানানো হলো টাইগারদের অনুশীলন ক্যাম্পের সময়

স্পোর্টস ডেস্ক: 

টাইগারদের সামনে ব্যস্ত সূচি। আগামী জুনে ভারতের মাটিতে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এরপর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবেন মাশরাফি-সাকিবরা। এই দুই সফর সামনে রেখে আগামী ১৩ মে থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে টাইগারদের। আজ মঙ্গলবার এমনটিই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আগামী ১৩ মে থেকে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

গত মাসে শ্রীলঙ্কা সফরের পর জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া ক্রিকেট খেলায় ব্যস্ত। ডিপিএল শেষে এখন অনুষ্ঠিত হচ্ছে বিসিএলের খেলা। আবার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এখন আইপিএলে খেলতে ভারতে রয়েছেন।

জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে রয়েছেন। ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন নাসির হোসেন ও মুশফিকুর রহিম। ইনজুরিতে রয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজও। আর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তামিম ইকবাল।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ৯:২১ অপরাহ্ণ