১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

কর্মকর্তাকে মারধরের ঘটনায় জবিতে এক শিক্ষার্থী বহিস্কার

জবি প্রতিবেদক:
তুচ্ছ বিষয় নিয়ে জবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিবৃতিতে বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থী রাজীব বিশ্বাস সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার আইডি নং ই ১৫০৪০৪০৯২।
বিবৃতিতে বলা হয়, রাজিব বিশ্বাস এর আগে সাময়িকভাবে বহিষ্কৃত ছিল। এখন জবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ৭:১৮ অপরাহ্ণ