১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

ওয়েস্ট উইন্ডিজ দলে ফিরলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক: 

ক্যারিবিয়ান ভক্তদের জন্য এক সুসংবাদ। আন্দ্রে রাসেল ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। অবশিষ্ট বিশ্ব একাদশের বিপক্ষে একটি চ্যারিটি টি-২০ ম্যাচ খেলবে উইন্ডিজ দল। এই ম্যাচের জন্য ঘোষণা করা দলেই রাখা হয়েছে অল রাউন্ডার রাসেলকে। ডোপজনিত নিয়ম ভঙ্গের অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন রাসেল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে জ্যামাইকান ফিরছেন এবার।

রাসেল এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। বিস্ফোরক ব্যাটিং করছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে নিষেধাজ্ঞার জন্য শেষ একটি মৌসুম বৈশ্বিক লিগেও খেলা হয়নি তার। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৬ সালের আগস্টে, ভারতের বিপক্ষে।

১৩ সদস্যের ক্যারিবিয়ান দলে ফেরাদের মধ্যে আরো আছেন অফ স্পিনার অ্যাশলে নার্স, ক্রিস গেইল, ইভিন লুইস ও মারলন স্যামুয়েলস। এদের সবাই পাকিস্তানে খেলা টি-টুয়েন্টি সিরিজ মিস করেছিলেন। দিনেশ রামদিন ও কিমো পল তাদের জায়গা ধরে রেখেছেন সাম্প্রতিক পারফরম্যান্সে। মজার ব্যাপার হলো, পাকিস্তানে ক্যারিবিয়ান দলকে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেওয়া স্পিনার জ্যাসন মোহাম্মদ বাদ পড়ে গেছেন। আর নিয়মিত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট আবার দলের দায়িত্ব বুঝে নিচ্ছেন।

উইন্ডিজ দল : কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, ইভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, মারলন স্যামুয়েল, কেসরিক উইলিয়ামস।

 

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ৬:২২ অপরাহ্ণ