২২শে জানুয়ারি, ২০২৬ ইং | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৪৬

শুভ জন্মদিন মুরালিধরন

স্পোর্টস ডেস্ক:

১৯৭২ সালের ১৭ এপ্রিল। এদিন পৃথিবীতে আসেন মুত্তিয়াহ মুরালিধরন। শ্রীলংকার কিংবদন্তি স্পিনারের ৪৬তম জন্মদিন আজ। ক্যান্ডি থেকে উঠে এসে তার বিশ্ব জয়ের পথটা কখনই মসৃণ ছিল না। তার বোলিং অ্যাকশনকে বারবার প্রশ্নবিদ্ধ করে মুরালির ক্যারিয়ারই হুমকির মুখে ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ার। কিন্তু সব বাধা জয় করে মুরালি ঠিকই পা রাখেন সাফল্যের সর্বোচ্চ শিখরে।

টেস্ট ও ওয়ানডে- দুই ফরম্যাটেই ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। টেস্টে ৮০০ ও ওয়ানডেতে ৫৩৪ উইকেট নিয়ে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়া মুরালি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তার জাদুকরী স্পিনের জন্য।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১২:২১ অপরাহ্ণ