১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

রুশ হ্যাকারদের পরিকল্পনা সাইবার দুনিয়া নিয়ন্ত্রণে নেয়ার

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

রাষ্ট্রীয়ভাবে নিয়োজিত রাশিয়ান হ্যাকাররা ইন্টারনেট দুনিয়ায় বড় ধরণের হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাসমূহ। বিবিসির সংবাদ।

গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছে, রুশ হ্যাকাররা গুরুত্বপূর্ণ ইন্টারনেট ব্যবস্থাপনা হাইজ্যাক করার পথ খুঁজছে।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি), মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা যৌথভাবে, রুশ হ্যাকারদের এ আসন্ন আক্রমণ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছে।

হ্যাকাররা কীভাবে ইন্টারনেট নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে পারে সে বিষয়েও সতর্ক করেছেন তারা।

তারা জানায়, ভবিষ্যতে সাইবার আক্রমণ ঠেকাতে ইন্টারনেটের ব্যবস্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নিতেই রুশরা মূলত এ প্রস্তুতি নিচ্ছে।

হোয়াইট হাউজের সাইবার নিরাপত্তা বিষয়ে কোঅর্ডিনেটর রব জয়সি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দৃঢ় বিশ্বাস রাশিয়াই আসন্ন এ বড় ধরণের অভিযানের পিছনে আছে।

তিনি আরও জানান, তথ্য উপাত্ত নিয়ন্ত্রণকারী লাখ লাখ ইন্টারনেট যন্ত্রাংশ হুমকির মুখে আছে।

 

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১১:৩২ পূর্বাহ্ণ