১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

জাতীয় ঐক্য নিয়ে কবিতা পাঠ করায় তরুণী কবিকে জেল

আন্তর্জাতিক ডেস্ক:

জাতীয় ঐক্যের প্রতি আহবান করে কবিতা লিখে সোমালিল্যান্ডে এক তরুণী কবিকে তিন বছর জেল দিয়েছেন স্বঘোষিত দেশটির একটি আদালত। প্রসঙ্গত, সোমালিয়া থেকে আলাদা হয়ে স্ব-ঘোষিত প্রজাতন্ত্রটি এখনো আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়নি।
১৯৯১ সালে সোমালিল্যান্ড আলাদা প্রজাতন্ত্রের ঘোষণা দেয়। এ সোমালি অঞ্চলের জনসংখ্যা প্রায় ৩৫ লাখ। মূলভূমি সোমালিয়ার সাথে সোমালিল্যান্ডকে আবার একীভূত হবার আহবান করায় নাসিমা কুরানে নামের এ কবিকে এ দণ্ড দেয়া হয়। সোমালিয়ার সাথে একীভূত হওয়ার আহবানকে রাষ্ট্রীয় অবমাননা অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। যদিও সোমালিল্যান্ডের চাপ সৃষ্টিকারী নাগরিকপক্ষ জানায়, নাসিমার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো তাকে মুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানায়।
সোমালিয়ার রাজধানি মোগাদিসু থেকে ফেরার পর জানুয়ারিতে নাসিমাকে আটক করা হয়। মোগাদিসুতে তিনি জাতীয় ঐক্যের আহবানে কবিতা পাঠ করেন।

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১১:২২ পূর্বাহ্ণ