১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

গাজীপুর নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ৩৬৮জন প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দু’দিনব্যাপী মনোনয়নপত্র বাছাইয়ের শেষ হয়েছে। এ উপলক্ষে প্রার্থী তাদের সমর্থকদের ভিড় রয়েছে রিটার্নিং কার্যালয়ে। মনোনয়নপত্র যাচাই বাছাই উপলক্ষে সকাল থেকেই প্রার্থী সমর্থকদের আগমনে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো বঙ্গতাজ অডিটোরিয়ামে।

সোমবার সকাল থেকে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল নেতৃত্বে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোননয়পত্র বাছাইয়ের কাজ শুরু করেন।

নির্বাচনে মেয়র প্রার্থী ১০ জন, ৫৭ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ২৯৪ জন ও ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৮৭ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাচাই শেষে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীসহ মেয়র পদে ৯ জন সাধারণ কাউন্সিলর ২৭৫জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৮৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে এক জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জনের মনোয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল । নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে।

মেয়র পদে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন আওয়ামীলীগ সমর্থিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি সমর্থিত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাসদ (ইনু) সমর্থিত মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী রুহুল আমিন, ইসলামী ঐক্য জোটের মাওলানা ফজলুল রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জালাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী এসএম ছানাউল্লাহ ও ফরিদ আহমেদ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ