২৪শে জানুয়ারি, ২০২৬ ইং | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৫৪
Prime Minister Theresa May addressing the annual Lord Mayor's Banquet at the Guildhall in London.

সিরিয়ায় হামলা নৈতিক ও বৈধ: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সিরিয়ায় যৌথ হামলা নৈতিক এবং বৈধ। আমাদের দেশ এই হামলায় যোগ দিয়ে ঠিক কাজই করেছে। কারণ সিরিয়ার দৌমায় প্রেসিডেন্ট আসাদের বাহিনীই যে রাসায়নিক হামলা চালিয়েছে তার সুস্পষ্ট প্রমাণ আছে।
থেরেসা মে পার্লামেন্টে বলেন, এই হামলা আমরা নৈতিক দিক থেকে করেছি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহবানে নয়। এখানে আমাদের দেশের স্বার্থও রয়েছে। তিনি আরো বলেন, আমরা সকল কূটনৈতিক চ্যানেলে যোগাযোগও করেছি। এর আগে দেশটির বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন সিরিয়ায় যৌথ হামলায় ব্রিটিশ সরকারের অংশ নিয়ে বৈধতা এবং নৈতিকতার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। – বিবিসি
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ