২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৫

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ খোকন সূত্রধর নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা-আগরতলা বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত যুবক ছিনতাইকারী। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানির ম্যানেজারকে হাতুড়ি পেটা করে সাড়ে ১৮লাখ টাকা ছিনকাইকালে সোমবার খোকন সূত্রধরকে আটক করা হয়েছিল। ঘটনাস্থল থেকে বুলেট ভর্তি ম্যাগজিন, একটি পিস্তল, দুটি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

আখাউড়া থানার এসআই মো. ইউসুফ মিয়া গণমাধ্যমকে জানান, আখাউড়া পৌরশহরে লাল বাজার এলাকায় সোমবার দিনে-দুপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানির ম্যানেজার মানিক দেবকে হাতুড়িপেটা করা হয়। এরপর সাড়ে ১৮লাখ টাকা ছিনতাই করার চেষ্টা করলে যুবক খোকন সূত্রধরকে আটক করা হয়। পরে খোকনের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ দিবাগত রাত ২টার দিকে অস্ত্র উদ্ধার করতে রেলক্রসিং নামক স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা খোকনের সহযোগী বিষ্ণুসহ অন্যরা তাকে ছিনিয়ে নিতে চেষ্টা চালায় ও গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।

পরে সহযোগীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে খোকন সূত্রধরের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আখাউড়া থানার এসআই কামাল, এএসআই নূরুল ও পুলিশ কনস্টেবল শামীম, বিল্লাল আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান এসআই।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১০:২৪ পূর্বাহ্ণ