১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

আজ সিইসির সঙ্গে সাক্ষাত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নরুল হুদার সঙ্গে সাক্ষাত করবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে সাক্ষাত করবে বিএনপির এই প্রতিনিধি দলটি। বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।বিষয়টি  নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সাক্ষাতের সময় সিইসির সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানা গেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ৮:২৮ অপরাহ্ণ