স্পোর্টস ডেস্ক:
চলতি মাসে জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটিই জানিয়েছেন, বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আগামী ১৮ এপ্রিল বোর্ড মিটিংয়ে ক্রিকেট কমিটি খেলোয়াড়দের বেতন বৃদ্ধির প্রস্তাব করবে।
আকরাম খান বলেছেন, ‘সর্বশেষ আমরা ক্রিকেটারদের বেতন শতভাগ বৃদ্ধি করেছি। ধীরে ধীরে আমরা আরও বৃদ্ধি করব।’
‘এ প্লাস’ থেকে ‘ডি’ প্রতিটি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতনই বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় চুক্তি থেকে এবার খেলোয়াড়দের সংখ্যা কমিয়ে আনার কথা ভাবছে বিসিবি। কিন্তু কেন্দ্রীয় চুক্তি থেকে কে বাদ পড়তে যাচ্ছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
আকরাম খান বলেছেন, ‘আমরা এখনও আমাদের প্রস্তাব চূড়ান্ত করিনি। এ বিষয়ে আমরা আগামীকাল সিদ্ধান্ত নিব।’
তিনি আরও বলেন, ‘এটা সত্য যে কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা কমানো হবে। অনেক বিষয়ই বিবেচনায় নেয়া হচ্ছে। চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা কম হলেই ভালো।’
এপ্রিলে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হলেও তা এই বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে। গত বছরের এপ্রিলে ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে চার লক্ষ টাকা করা হয়েছিল।
দৈনিক দেশজনতা /এন আর