১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

আমি হতাশ নই, ক্রিকেটে ভুল হতেই পারে।

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের শেষবারের মত ঝালিয়ে নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে গা গরমের ম্যাচে বোলারদের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৮৪ রানেই শেষ বাংলাদেশের ইনিংস। তবে এত কিছুর পরও হতাশ নন টাইগার কোচ চন্দিকা হাথুরুসিংহে।  ক্রিকেটীয় বাস্তবতা আর দর্শন মেনে, ‘এ বিপর্যয়কে সহজভাবে নিয়েই টাইগার কোচ বলেন, “নাহ, আমি হতাশ নই। ক্রিকেটে ভুল হতেই পারে। মেঘলা আকাশ, ঠাণ্ডা বাতাসে শুরুতে দ্রুত ২-৩ উইকেট হারালে ধস নামা অস্বাভাবিক নয়। আর ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করেছে।’

তবে মূল পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সময় ভারতের বিপক্ষে এমন বিপর্যয়ের অভিজ্ঞতা টাটকা থাকার কথা। টুর্নামেন্ট শুরুর আগে এমন পারফরমেন্স কিছুটা যে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে তা স্বীকার করে হাথুরুসিংহে আরও বলেন, ‘অবশ্যই এটা একটু দুশ্চিন্তার। আত্মবিশ্বাসে একটু হলেও চোট লাগছে। তবে এটি স্রেফ প্রস্তুতি ম্যাচ। তারপরও এই ধরনের পারফরমেন্সে আত্মবিশ্বাসে একটু ধাক্কা লাগেই।’ তবে সবকিছুর পর সামনে তাকানোর তাগিদ দিয়ে টাইগার কোচ বলেন, ‘আমাদের ভুলগুলো শুধরে মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কন্ডিশন ও প্রতিপক্ষের বোলিং বিবেচনায় সঠিক শট নির্বাচন করতে হবে। প্রস্তুতি ম্যাচে যা হয়েছে, মূল ম্যাচে যেন না হয়, সেই বিষয়ে সচেতন থাকতে হবে।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১১:৩৬ পূর্বাহ্ণ