১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

মালাগাকে হারিয়ে জয়ে ফিরলো রিয়াল

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় ইসকো ও কাসেমিরোর গোলে মালাগাকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে পয়েন্ট টেবিলের তলানির দলটিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল।
২৯তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান ইসকো। ৬৩তম মিনিটে পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ব্যবধান দ্বিগুন করে রিয়াল। বেনজেমার পাস পেয়ে শট নিতে পারতেন ইসকো; কিন্তু আরো নিশ্চিত হতে বাড়ান ডান দিকে ছুটে আসা কাসেমিরোকে। সুযোগ ভালোভাবেই কাজে লাগান এই ব্রাজিলিয়ান। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে মালাগার সান্ত্বনাসূচক গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রোলান।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ১০:৫৮ পূর্বাহ্ণ