১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

নৌ অধিদফতরের প্রধান প্রকৌশলী নাজমুলকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

ঘুষ নেয়ার সময় গ্রেফতার হওয়া নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার (চলতি দায়িত্ব) এস এম নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার নৌ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ এপ্রিল বিকেলে সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় বসে ‘ঘুষের পাঁচ লাখ টাকা’ নেয়ার সময় নাজমুলকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল।

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ