১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

পাকিস্তান টেস্ট দলে ইনজির ভাতিজা

স্পোর্টস ডেস্ক:

ওয়াডের পর টেস্ট ক্রিকেটের জার্সিতে পাকিস্তান ক্রিকেট দলে দেখা যাবে দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হককে।  গত অক্টোবরে ইমাম-উল অভিষেক ম্যাচেই দারুণ এক শতক উপহার দিয়ে ছিলেন।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে আগামী মাসেই যুক্তরাজ্য যাচ্ছে পাকিস্তান দল।  সে উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণায় বাঁহাতি ব্যাটসম্যান ইমামের সাথে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আরও তিন তরুণ।  দুই ব্যাটসম্যান ফাখার জামান ও সাদ আলীর সঙ্গে স্কোয়াডে আছেন অলরাউন্ডার উসমান সালাহউদ্দিনও।

১১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে তাদের অভিষেক টেস্টে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে পাকিস্তান।  এক টেস্ট ম্যাচ খেলে লর্ডসের বিমানে চাপবেন সরফরাজ আহমেদের দল। সেখানে ২৪ মে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লড়বে পাকিস্তান।  হেডিংলিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১ জুন স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী দলটি।

হিপ ইনজুরির কারনে দলে থাকছেননা লেগ-স্পিনার ইয়াসির শাহ।

পাকিস্তান টেস্ট দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আজহার আলী, ইমাম-উল-হক, সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, ফাখার জামান, আসাদ শফিক, উসমান সালাহউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মাদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী ও ফাহিম আশরাফ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ৯:১১ অপরাহ্ণ