স্পোর্টস ডেস্ক:
ভারত-অধিকৃত কাশ্মিরের কাঠুয়ায় ৮ বছরের নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে টুইটারে অনেক সেলিব্রিটিই তাদের ঘৃণা ও শ্লেষাত্মক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। গত ১৩ এপ্রিল সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি এই ঘটনার নিরিখে খুব গুরুত্বপূ্র্ণ একটি কথা টুইট করেছেন।
শহিদ জানিয়েছেন, ‘কাসুরের ৬ বছরের জয়নাব হোক বা জম্মুর ৮ বছরের আসিফা— এই বর্বর, অমানবিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। ভবিষ্যতে কেউ যাতে এরকম ঘৃণ্য কাজ করার সাহস না পায়, তাই অপরাধীদের কঠিন শাস্তি পাওয়া খুব জরুরি।’
পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটারের এই টুইটারে বিপুল প্রতিক্রিয়া পাওয়া গেছে। তার সঙ্গে একমত হয়ে কেউ বলেছেন, এর পরও যদি আইন শক্ত হাতে এই দুর্নীতি দমন করতে না পারে তবে নির্ভয়া, কাঠুয়ার মতো আরো ঘটনা ঘটবে।
আর একজন বলেছেন, নিজেদের মানুষ বলতে ঘৃণা হচ্ছে। এরকম দানবিক আচরণ কেউ কীভাবে করে ভাবা যায় না। একজন আবার প্রকাশ্যে বলেছেন, এই কুকুর গুলো কে সবার সামনে ফাঁসি দেয়া হোক।
আপামর জনসাধারণের ঘৃণা ও রাগ উপচে পড়ছে শহিদের টুইটের প্রতিক্রিয়ায়। গোটা দেশ এই মুহূর্তে ফুঁসছে এমন অমানবিক ঘটনার প্রতিবাদে।
উল্লেখ্য, জমি থেকে একটি মুসলিম সংখ্যালঘু পরিবারকে উৎখাতের জন্য শিশু আসিফাকে জানুয়ারি মাসে অপহরণ করে রাজস্ব কর্মকর্তা সাঞ্জি রাম। তাকে সহায়তা করেন ভারতের ৪ পুলিশ কর্মকর্তা ও পরিবারের তিন সদস্য। চেতনানাশক ওষুধ প্রয়োগ করে; চালানো হয় পাশবিক নির্যাতন। কিন্তু বিষয়টি মামলায় গড়ালে মাথা থেতলে হত্যা করা হয় নিষ্পাপ শিশুটিকে।
দৈনিক দেশজনতা/ টি এইচ